ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরার থাই পেয়ারা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

প্রকাশিত: ০৫:৩৬, ২২ অক্টোবর ২০১৭

মাগুরার থাই পেয়ারা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় নতুন ফল থাই পেয়ারার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। থাই পেয়ারা চাষ লাভজনক হওয়ায় কৃষক পেয়ারা চাষে ঝুঁকে পড়ছে। জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে থাই পেয়ারা চাষ হয়েছে। অন্য পেয়ারা থেকে থাই পেয়ারার ফলন বেশি। স্বাদও ভাল। তাই ক্রেতাদের কাছে এ পেয়ারার চাহিদাও বেশি। এজন্য কৃষকরা থাই পেয়ারা চাষে অধিক আগ্রহী হয়ে উঠছে। শালিখার হরিশপুর গ্রামের জামাল হোসেন, মাহফুজুর রহমান ও নুরুল ইসলাম প্রায় ৩ বছর আগে পৃথক দুটি প্লটে প্রায় ৫ একর জমিতে থাই পেয়ারার বাগান করেন। তাদের বাগানের পেয়ারা ও বেচাবিক্রি দেখে ওই এলাকার আরও কৃষক নতুন পেয়ারা বাগান তৈরি শুরু করেন। উৎপন্ন থাই পেয়ারা বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। প্রতিকেজি পেয়ারা ৬০-১০০ টাকা দরে বিক্রি হয়। শহরের সরকারী কলেজের সামনে, চেরৈঙ্গী মোড়, সৈয়দ আতর আলী রোড প্রভৃতি এলাকায় এই পেয়ারা বিক্রি হতে দেখা যায়। আকারে বেশ বড় ও খেতে সুস্বাদু বলে থাই পেয়ারার ভাল বাজার গড়ে উঠেছে। প্রচুর থাই পেয়ারা বিক্রি হচ্ছে।
×