ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শর্ত ভঙ্গ করায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিল ফেরত নিল সরকার

প্রকাশিত: ০৫:৩৫, ২২ অক্টোবর ২০১৭

শর্ত ভঙ্গ করায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিল ফেরত নিল সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ হস্তান্তরের পর দীর্ঘসময় অতিক্রান্ত হলেও মিল চালু না করায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস লিমিটেড সরকার ফেরত নিয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলের নিকট সরকারের পাওনা অর্থ পরিশোধের জন্য সরকার গত ২০০০ সালের ১৪ মার্চ এবং সর্বশেষ চলতি ২০১৭ সালের ২২ মে তারিখে অগ্রিম নোটিস দেয়। তারপরও মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরকারী পাওনা পরিশোধ করেননি। এছাড়াও মিলের ক্রেতা মিলের চূড়ান্ত বিক্রয় দলিল রেজিস্ট্রি না হওয়ার পূর্বেই সরকারের অনুমোদন না নিয়েই সোনালী ব্যাংকের নিকট এ মিল বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন। এছাড়া একই সঙ্গে মিলের ক্রেতা দীর্ঘদিন মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রাখেন। এতে হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে কর্মসংস্থান থেকে তারা বঞ্চিত করে রেখেছেন। এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং বিক্রয়চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে। এসব কারণে সরকার জনস্বার্থে কনট্যাক্ট এ্যাক্ট ১৮৭২ এর ৩৯ নং ধারা অনুযায়ী ১৯৯৪ সালের ২২ ডিসেম্বর সম্পাদিত বিক্রয় চুক্তি বাতিল করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
×