ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাত আটটার পর টিএসসিতে সাংস্কৃতিক কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩০, ২২ অক্টোবর ২০১৭

রাত আটটার পর টিএসসিতে সাংস্কৃতিক কার্যক্রম বন্ধের নির্দেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সকল সংগঠনকে রাত আটটার মধ্যে সব ধরনের কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এ এম মহিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। পরে সেই নির্দেশের অনুলিপি টিএসসিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১৯টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত করা যাবে। টিএসসিতে অবস্থিত রক্তদান কর্মসূচীর কাজে নিয়োজিত সংগঠন ‘বাধন’র সভাপতি শহিদুল ইসলাম সনেট বলেন, আমাদের সংগঠন যেহেতু মানুষের রক্তদান নিয়ে কাজ করে তাই আমাদের কাছে অনেক রাত পর্যন্তও লোকজন আসে। সেক্ষেত্রে এ সিদ্ধান্তের কারণে আমাদের অসুবিধা হবে। টিএসসির পরিচালক মহিউজ্জামান বলেন, টিএসসিতে বহিরাগতদের আগমনে অনেক শৃঙ্খলাভঙ্গ হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ও শিক্ষার্থীদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান বলেন, টিএসসির সকল সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার জন্য এ নির্দেশ দেয়া হয়েছে।
×