ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে বিজনেস কনভেনশন শুরু, সম্ভাবনার দুয়ার খুলছে

প্রকাশিত: ০৫:৩০, ২২ অক্টোবর ২০১৭

সিলেটে বিজনেস কনভেনশন শুরু, সম্ভাবনার দুয়ার খুলছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশী প্রবাসীদের দেশমুখী করতে, দেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে দেশের প্রতি বিনিয়োগে আগ্রহী করার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’। প্রবাসীদের দেশে বিনিয়োগের সম্ভাবনার দ্বারকে উন্মুক্ত করার প্রত্যাশাকে সামনে রেখে শনিবার বিকেল ৫টায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কনভেনশনের উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। অনুষ্ঠানে মাহমুদ উস সামাদ এমপি, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক, ড. একে আবুল মোমেন, ব্রিটিশ চেম্বার সভাপতি এনাম আলী এমবিই এবং সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার উপস্থিত ছিলেন। কনভেনশনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, হল্যান্ড, স্পেন, কানাডা, কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ ১৯টি দেশের বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। কনভেনশনে প্রবাসী প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ী এবং প্রবাস ছেড়ে দেশে আসা শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা বক্তব্য রাখবেন নিজেদের অভিজ্ঞতার কথা বলবেন। তারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশীদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী করার জন্য উৎসাহমূলক বক্তব্য রাখবেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরতে সেমিনার, সিম্পোজিয়াম ও প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা রয়েছে। এছাড়া সিলেটসহ সারাদেশে বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে, শিল্পায়নের যে অবারিত সুযোগ রয়েছে এসব বিষয় সম্পর্কেও সেমিনার, সিম্পোজিয়াম ও প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। আয়োজকরা বলছেন এ কনভেনশনের মাধ্যমে সিলেট তথা বাংলাদেশ শিল্পায়নে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ সৃষ্টি হবে; লাভবান হবে বাংলাদেশের অর্থনীতি। আয়োজক দুই চেম্বারের নেতৃবৃন্দ বলেন, সিলেটের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এ খাতে প্রবাসীরা বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশ্বের ১৯টি দেশের প্রবাসী ও বাংলাদেশী ব্যবসায়ীরা অংশগ্রহণে সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ কনভেনশনের আয়োজন করেছে।
×