ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক টন ওজনের কুমড়া!

প্রকাশিত: ০৫:২৯, ২২ অক্টোবর ২০১৭

এক টন ওজনের কুমড়া!

পরপর দুই বছর ইউরোপে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার জন্য শিরোপা জিতলেন বেলজিয়ামের কৃষক মাথিয়াস উইলেমিন্স। তাঁর ফলানো কুমড়াটির ওজন এক টনেরও বেশি। মাটিয়াস উইলেমিন্সর মিষ্টিকুমড়াটির ওজন ১ হাজার ৮ কেজি। সম্প্রতি জার্মানির লুডভিগসবুর্গ শহরে এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৪ বছর বয়সী এ কৃষক অবশ্য গতবারও কুমড়া ফলিয়ে বাজিমাত করেন। সেবারও রেকর্ড গড়েন তিনি। কুমড়াটির এ ওজন পেতে একশ’ দিনের বেশি সময় লেগেছে। প্রকা- এ কুমড়াটিকে গ্রীষ্মের ভীষণ গরম থেকে বাঁচিয়ে রাখতে কয়েক হাজার লিটার পানি খরচ করা হয়। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইতালির কৃষক স্তেফানো কুতুরুপি। তাঁর কুমড়ার ওজন ছিল ৮৪৯ কেজি। আর তৃতীয় স্থান অধিকার করেছে পোল্যান্ডের এক কৃষক। ডোমিনিক কেদসিয়াক নামের এ কৃষকের কুমড়ার ওজন ছিল ৮৩৬ কেজি। এর আগে জার্মানিতে অনুষ্ঠিত হয় বড় কুমড়ার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বিজয়ীরা ইউরোপের এ প্রতিযোগিতায় অংশ নেয়। জার্মানিতে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার শিরোপা জিতেছিল বাভেরিয়ার একদল কৃষক। তাদের কুমড়াটির ওজন ছিল ৭৯২ দশমিক ৫ কেজি। এ বছরের ৫ নবেম্বর এই কুমড়াগুলো ছোট ছোট আকারে টুকরো করা হবে। নিউজ উইক ও ডয়েচেভেলে অবলম্বনে।
×