ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টিতে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে পণ্য ওঠানামা বন্ধ

প্রকাশিত: ০৫:২৭, ২২ অক্টোবর ২০১৭

বৃষ্টিতে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে পণ্য ওঠানামা বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং ভারতের উড়িষ্যা এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে গুমোট আবহাওয়া চট্টগ্রামে। সূর্যের দেখা মেলেনি শুক্র ও শনিবার। এ দু’দিনে চট্টগ্রামে বর্ষণের মাত্রা বেশি না হলেও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে পণ্য লাইটারিংয়ে। প্রবল বাতাসের কারণে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন। পরিস্থিতি আজ রবিবারও অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জনকণ্ঠকে জানান, জেটিতে কন্টেনার উঠানামা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে পণ্য হ্যান্ডলিং ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় জাহাজগুলোর হ্যাচ খোলা যাচ্ছে না। কেননা, হ্যাচ খুললে পণ্য বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতিতে বাল্ক কার্গো থেকে পণ্য লাইটারিং বেশ কঠিন। আবহাওয়ার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে এর মধ্যেই সময় সুযোগ বুঝে সীমিত পরিসরে পণ্য লাইটারিং হচ্ছে বলে তিনি জানান। বন্দরের এ কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ জলপথে পণ্য পরিবহনে সচলতার ওপরও বড় জাহাজ থেকে লাইটারিংয়ের বিষয়টি নির্ভর করে। যেহেতু দুর্যোগপূর্ণ অবস্থায় পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে, সেহেতু আনলোডিংয়ের কাজটিও স্থবির হয়ে পড়েছে। লাইটার জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে বন্দর বহির্নোঙ্গরে পণ্য লাইটারিং একপ্রকার বন্ধ রয়েছে। বড় জাহাজের কাছাকাছি ছোট লাইটার জাহাজগুলোর অবস্থান নিয়ে থাকা কঠিন হয়ে পড়েছে। চ্যানেলে প্রচুর স্রোত এবং সঙ্গে প্রচ- বাতাস। সে কারণে লাইটার জাহাজগুলোকে নিরাপদ স্থানে অলস ভাসমান থাকতে হচ্ছে। এ দুদিনে পণ্য পরিবহনের জন্য জাহাজের বুকিংও উল্লেখ করার মতো নয়। চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সভাপতি হাজী শফিক আহমেদ জানান, বৃহস্পতিবার সীমিত পরিসরে পণ্য লাইটারিং সম্ভব হলেও শুক্রবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। সমুদ্রের দিকে জাহাজ চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাগর বেশ উত্তাল। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পণ্য উঠানামা স্বাভাবিক পর্যায়ে আসার সম্ভাবনা নেই।
×