ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আস্ত সাপ গিলে খেল ব্যাঙ!

প্রকাশিত: ০৫:১০, ২২ অক্টোবর ২০১৭

আস্ত সাপ গিলে খেল ব্যাঙ!

সাপ ব্যাঙ ধরে খায় এমন খবর আমরা জানি। কিন্তু ব্যাঙ যখন সাপ ধরে খায়, তখন কিন্তু আমাদের ভিমড়ি খেতে হয়। প্রশ্ন জাগে এটা কী আদৌ সম্ভব? বৈচিত্র্যে ভরা জীব-জগতে আরও অনেক কিছুই সম্ভব। অস্ট্রেলিয়ায় সম্প্রতি এমন দৃশ্য দেখা গেছে। ‘লিটোরিয়া কেরুলা নামের এক প্রজাতির ব্যাঙ আস্ত একটি সাপ গিলে খেয়েছে।’ সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ব্যাঙের মুখে উঁকি মারছে একটি সাপের মাথা। ধীরে ধীরে সাপটি ব্যাঙের মুখের ভেতর মিলিয়ে যাচ্ছিল। জীববিজ্ঞানী জোরি রাউলে জানান, অস্ট্রেলিয়া ও নিউ গিনির বিভিন্ন অঞ্চলে দেখা যায় ‘লিটোরিয়া কেরুলা জাতের’ নামে ব্যাঙ। অন্যান্য প্রজাতির ব্যাঙের থেকে আকারে অনেকটাই বড় লিটোরিয়া প্রজাতির ব্যাঙ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্যারেন লিপস জানান, লিটোরিয়া প্রজাতির ব্যাঙেরা সাধারণত ছোট পোকামাকড় এবং ক্ষেত্র বিশেষে ইঁদুর ধরে খায়। তবে সাপ খাওয়ার ঘটনাও ঘটতে পারে। ন্যাশনাল জিওগ্রাফি অবলম্বনে।
×