ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইপনা ইনস্টিটিউট হলো

বিএসএমএমইউতে চালু হচ্ছে আরও ৬ বিভাগ ও ৭ ডিভিশন

প্রকাশিত: ০৪:১৬, ২২ অক্টোবর ২০১৭

বিএসএমএমইউতে চালু হচ্ছে আরও ৬ বিভাগ ও ৭ ডিভিশন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হচ্ছে আরও ছয়টি বিভাগ ও নতুন সাতটি ডিভিশন। ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরো-ডিসঅর্ডার এ্যান্ড অটিজমকে (ইপনা) ইনস্টিটিউট হিসেবে অনুমোদন দেয়া হয়। এছাড়া হেড-নেক সার্জারিতে ‘ফেলোশিপ ইন হেড-নেক সার্জারি’র অনুমোদন দেয়া হয়েছে। ২১ অক্টোবর শনিবার ডাঃ মিল্টন হলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫২তম সভায় এ অনুমোদন দেয়া হয়। একাডেমিক কাউন্সিল অনুমোদিত নতুন বিভাগগুলো হলোÑ অবস এ্যান্ড গাইনি বিভাগের অধীনে পরিচালিত রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এ্যান্ড ইনফার্টিলিটি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, ফিটো-মেটারনাল মেডিসিন; সার্জারি বিভাগের অধীন হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি, কলোরেক্টাল সার্জারি এবং সার্জিক্যাল অনকোলজি। এছাড়াও সার্জারি বিভাগের অধীনে একটি মিনিমাল ইনভেসিভ সার্জারি সেন্টারের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত নতুন ডিভিশনগুলো হলো- শিশু সার্জারি বিভাগের অধীন পেডিয়াট্রিক ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজি, নিউনেটাল সার্জারি; রেজিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের অধীন নিউরোরেডিওলজি, ইন্টারভেনশনাল রেডিওলজি, প্যাডিয়াট্রিক রেডিওলজি এবং মাস্কুলোস্কেলেটাল রেডিওলজি। উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৫১টি বিভাগ চালু রয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানসহ উপস্থিত ছিলেন- অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ এসএম জাকারিয়া স্বপন, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান, অধ্যাপক ড. সৈয়দ শরীফুল ইসলাম, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিলের সদস্য ও আমন্ত্রিত শিক্ষকবৃন্দ। -বিজ্ঞপ্তি
×