ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ভেঁড়িবাধ ভেঙ্গে ৪০ গ্রাম প্লাবিত, আহত ২

প্রকাশিত: ০৩:৩৫, ২১ অক্টোবর ২০১৭

হাতিয়ায় ভেঁড়িবাধ ভেঙ্গে ৪০ গ্রাম প্লাবিত, আহত ২

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালীর হাতিয়ায় শনিবার বিকালে ৭টি ইউনিয়নের প্রায় ২০কিলোমিটার ভেঁড়িবাধ ভেঙ্গে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এ ছাড়া অতিবৃষ্টি ও সমুদ্রের লোনা পানিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩ নং সংকেত বজায় থাকায় হাতিয়ার সাথে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। ৭টি ইউনিয়ন হলো চরঈশ্বর, নলচিরা, সুখচর, তমরুদ্দি, সোনাদিয়া, জাহাজমারা ও নিঝুমদ্বীপ। ঘটনাস্থল পরিদর্শন শেষে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রিজাউল করিম জানান, কয়েকদিন থেকে অমাবস্যায় প্রবল বৃষ্টিতে এবং সমুদ্রের জোয়ারের চাপে হাতিয়ার ভেঁড়িবাধের অধিকাংশ বেড়ি বাঁধে ফাটল ধরে। কিন্তু সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের চাপে শনিবার কমপক্ষে ২০ কিলোমিটার বেড়ি বাঁধভেঙ্গে যায়। এতে হু হু করে পানি ডুকে পড়লে ঘরবাড়ী গাছ পালা ভেঙ্গে পড়তে থাকে। এসব এলাকার ঘরবাড়ীর অধিকাংশই পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ে অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের লক্ষাধিক মানুষের। জরুরী ভিত্তিতে বেড়ীবাঁধ নির্মান না করলে আরো বাঁধ ভেঙ্গে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। বাঁধ ভেঙ্গে গাছ পড়ে আহত হয়েছে চরঈশ্বরের ২ নং ওয়ার্ডের হেলাল উদ্দিন ও সাহাব উদ্দিন নামে ২ জন। এই দিকে এসব এলাকার মানুষদের জরুরী ভিত্তিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হচ্ছে বলে জানায় ইউএন ও। আহতদেরকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কারনে বন্ধ রয়েছে হাতিয়ার সাথে ঢাকা, চট্রগ্রাম ও নোয়াখালীর সাথে সকল ধরনের নৌ চলাচল।
×