ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবাধিকারের ফলে মানুষের অধিকারগুলো প্রধান্য পায় ॥ অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৩:৩৪, ২১ অক্টোবর ২০১৭

মানবাধিকারের ফলে মানুষের অধিকারগুলো প্রধান্য পায় ॥ অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবাধিকার কমিশন দেশ ও জাতির মঙ্গলে অগ্রসর ভূমিকা পালন করে থাকে। মানবাধিকার নিশ্চিত করার ফলে দেশের মানুষের অধিকারগুলো প্রধান্য পায়। এছাড়া নারী ধর্ষণ ঠেকাতে সাংবাদিকদের ভূমিকাও রয়েছে যথাযথ। মিডিয়ার মাধ্যমেই দেশবাসী নারীদের নানা অবস্থা সম্পর্কে অবগত হয়ে থাকে। মিডিয়ার প্রচার এবং মানবাধিকার কমিশন দেশের অগ্রযাত্রায় গুরুত্ব বহন করে থাকে। তিনি শনিবার মুন্সীগঞ্জ শিল্প কলা একাডেমি মিনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিএইচআরসি ঢাকা দক্ষিণ অঞ্চলের সম্মেলন বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএইচআরসি’র সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকিরের সভাপত্বিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের এড. হোসনে আরা বেগম বাবলী। বিশেষ অতিথি ঢাকা দক্ষিন বিভাগ গভর্ণর কুতুবউদ্দিন আকসির, নরসিংদী জেলা সভাপতি মঞ্জুর এলাহি প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বিএইচআরসি’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। এরপর অ্যাটর্নী জেনারেল মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নব-নির্মিত লাইব্রেরিতে বঙ্গবন্ধু আত্মজীবনীসহ বিভিন্ন বই সংগ্রহের জন্য প্রদান করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এসে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপশি প্রেসক্লাবে বহুতল ভবন নির্মাণের জন্য কার্যকরী ব্যবস্থা সাথে সম্পৃক্ত থাকার আশা প্রকাশ করেন।
×