ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনপুরায় বেড়ীবাঁধ ভেঙ্গে ৬ গ্রাম প্লাবিত ॥ নিখোঁজ ৩

প্রকাশিত: ০৩:০৩, ২১ অক্টোবর ২০১৭

মনপুরায় বেড়ীবাঁধ ভেঙ্গে ৬ গ্রাম প্লাবিত ॥ নিখোঁজ ৩

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় নিম্ন চাপের প্রভাবে মেঘনার জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজির হাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন পুর্ব পাশে প্রায় আধা কিলোমিটার নতুন বেড়ীবাঁধ ভেঙ্গে গেছে। এতে করে জোয়ারের পানিতে ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানির তীব্র স্রোতেরাতে ভাঙ্গন এলাকায় ১টি ঘরসহ ৩ জন ভেসে যায়। নিখোঁজ ওই ৩ ব্যক্তিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, মেঘনার পানির চাপ বৃদ্ধি পাওয়ায় শনিবার বিকালে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরদোন এলাকার নবনির্মিত আধা কিলোমিটার এলাকায় বেড়ি বাধঁটি ৪ টি স্পটে ভেঙ্গে যায়। এ সময় ওই এলাকার একটি ঘর সহ তিন জন জোয়ারের পানিতে মেঘনায় ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। জোয়ারের পানিতে নিখোঁজ তিনজন হলেন, ইলিয়াস, রুহুল আমিন, রাহাত। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরের দোন এলাকায়। নিখোঁজ তিন ব্যাক্তিকে খুঁজতে তিনটি ট্রলার মেঘনায় গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়াও পুর্ব সোনারচর গ্রাম, নাইবের হাট পশ্চিম সোনারচর,চরজ্ঞান ও মনপুরা ইউনিয়নের পুর্বকুলাগাজীর তালুক ,কলাতলীচর এবং ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরনিজাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।জোয়ারের পানিতে ৫ হাজার একর আমনের ক্ষেত প্লাবিত হয়। নদীপথে লঞ্চ-সীট্রাক চলাচল বন্ধ থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মনপুরা উপকূল বাসীর যোগাযোগ ব্যাবস্থ। প্লাবিত এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক স্থানীয় সাংবাদিকদের বলেন,বেড়ীবাধটি ভেঙ্গে তার ইউনিয়নের কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মানুষ খুব কষ্টে আছেন। দ্রুত বেড়ীবাধঁটি সংস্কারের দাবী করেনতিনি। এব্যাপারে পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, নতুন বেড়ী বাধঁটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। আমি বিষয়টি উদ্ধর্তন কর্তপক্ষকে অবহিত করেছি। দ্রুত বেড়ীবাধঁটি সংস্কার করা হবে। মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার বলেন, নতুন নির্মিত ভেড়ীবাধঁ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পরিদর্শন করেন। জোয়ারের পানিতে নিখোঁজ ৩ ব্যক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনও নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায় নি।
×