ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিনিশিল্পকে বাচাঁনোর জন্য আখ উৎপাদন বাড়াতে হবে ॥ চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:০২, ২১ অক্টোবর ২০১৭

চিনিশিল্পকে বাচাঁনোর জন্য আখ উৎপাদন বাড়াতে হবে ॥ চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ আখের ফলন বৃদ্ধি এবং চলতি মৌসুমে ইক্ষু রোপন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে ইক্ষু চাষীদের এক মতবিনিময় সভা শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ইক্ষু ক্রয় সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সুগারমিল লি: আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআই সি) চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন পরিচালক (সিডিআর) মোশারফ হোসেন, পঞ্চগড় সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহনুর রেজা, শ্যামপুর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদুল হক, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী। ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সুগারমিলের জিএম (কৃষি) এ এম জিয়াউল ফারুক, বালিয়াডাঙ্গী ও নেকমরদ সাবজোন এসএসিডিও মাহফুজুর রহমান রতন, ঠাকুরগাঁও ইক্ষু চাষী সমিতির সাধারন সম্পাদক তোজাম্মেল হক তোজা, ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ, ইক্ষু চাষী, নুরুল ইসলাম, ফজলে আলম, মজিবর রহমান, মনতাজুর রহমান, এরশাদ,আলমগীর জলিল, সুকুমার প্রমুখ । সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআই সি) চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন বলেছেন, সুগার মিল শুধু চিনি উৎপাদন করলে চিনি কলগুলো লাভজনক হবে না। চিনি উৎপাদনের পাশাপাশি ডিস্টিলারী স্থাপন, বিদুৎ উৎপাদন, সার কারখানা ও কোল্ডষ্টোরেজ স্থাপন করে সুগারমিলকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ শিল্পকে বাচাঁনোর জন্য বেশী বেশী করে আখ উৎপাদনের উদ্যোগকে কাজে লাগানোর আহবান জানান তিনি।
×