ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টানা বর্ষণে ১লাখ বিঘা আমন ধানের ক্ষতি

প্রকাশিত: ০২:৩১, ২১ অক্টোবর ২০১৭

টানা বর্ষণে ১লাখ বিঘা আমন ধানের ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ একটানা দুই দিন দমকা হাওয়াসহ বৃষ্টির কারণে জয়পুরহাট জেলায় রোপা আমন ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানায় প্রাথমিক তথ্য অনুযায়ী দমকা হাওয়া ও বৃষ্টির কারণে ১লাখ ১২৫ বিঘার আমন ধান মাটিতে হেলে ও শুয়ে পড়েছে এবং ১ হাজার বিঘা জমির শাক-সব্জি বৃষ্টিতে আকান্ত হয়েছে। তবে এর ক্ষতির পরিমাণ প্রায় দ্বিগুন বলে কৃষকরা জানিয়েছেন। অবিরাম বৃষ্টির কারণে ফলে জয়পুরহাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শুক্রবার দুপুর প্রায় ১২ট থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত একটানা বিরতিহীনভাবে কখনও দমকা হাওয়াসহ গুড়িগুড়ি কখনও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির কারণে ফসলের এই ক্ষতি হয়েছে। এরূপ বৃষ্টির কারণে দু’দিন অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। যানবাহন ছিলো একবারে নগন্য। জয়পুরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্র নাথ রায় জানান দমকা হাওয়াসহ দু’ দিনের অবিরাম বৃষ্টির কারণে ১লাখ ১২৫ বিঘা জমির রোপা আমন ধান মাটিতে হেলে পড়েছে এবং ১ হাজার বিঘা জমির শাক-সব্জি আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায় এবার রোপা আমন ধান রোপনের লক্ষমাত্রা ছিলো ৫৯ হাজার ৮৬৩ হেক্টর। সেখানে অর্জিত হয় ৭২ হাজার ১২০ হেক্টর। সেপ্টেম্বরের বন্যায় ক্ষতির পর বর্তমান ৭০ হাজার ৯৭০ হেক্টর জমিতে রোপা আমন ধান রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায় শনিবার ৭৯.৮ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। মাঠ পর্যায়ে অনুসন্ধানে গিয়ে সদর উপজেলার কমরগ্রামের হুমায়ন কবির মহসীন আলী, দেলোয়ার হোসেন, আব্দুল্লা ফকির, পুরানাপৈলের হাসান আহম্মেদ, ঞোরসেন আলম বেলাল, আব্দুর রহীম হাজি, দোগাছীর লুৎফর রহমান, শহীদুল ইসলাম, পৌর এলাকার কাজী নূরল হক, পাঁচবিবি উপজেলার আওলায়ের উত্তম চক্রবর্তী, রনজিত মাষ্টার, বখতিয়ার আহমেদ তাদের ক্ষেতের ধান বৃষ্টি ও দমকা হাওয়ায় তাদেরসহ অধিকাংশ কৃষকের আমন ধানের ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতির পর দারা কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এই চিন্তায় তার দিশেহারা হয়ে পড়েছে।
×