ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে এসিড লাইসেন্স না থাকায় গুদাম সিলগালা

প্রকাশিত: ০২:৩০, ২১ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে এসিড লাইসেন্স না থাকায় গুদাম সিলগালা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় এসিড লাইসেন্স না থাকায় এবং বিনা অনুমোদনে এসিড ব্যবহারের অভিযোগে প্রাইম ওয়াশিং প্লান্ট নামের একটি শিল্প প্রতিষ্ঠানের গুদাম সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল হামিদের নেতৃত্বে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল হামিদ জানান, ভ্রাম্যমান আদালত বরফকল এলকায় প্রাইম ওয়াশিং প্লান্ট ও প্রাইম জিন্স লিমিটেড নামের দুইটি কারখানায় অভিযান চালায়। এ সময় এসিড লাইসেন্স না থাকায় এবং বিনা অনুমোদনে এসিড ব্যবহারের কারণে প্রাইম ওয়াশিং প্লান্টের গুদাম সিলগালা করে দেয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য লাইসেন্স ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হয়। তিনি জানান, মাদক নির্মূল, যানজট নিরসন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার ও এসিড লাইসেন্স আছে কিনা এবং ইটিপি প্লান্ট যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তা তদারকি করতে জেলা প্রশাসন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করছে। জেলা প্রশাসনের এ অভিযান পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় চালানো হবে বলে জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, সদর সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হোসেন, ম্যাজিষ্ট্রেট রুবাইয়াত ফেরদৌস, সারওয়ার মেহজাবীন, রিফাত ফেরদৌস, জাহাঙ্গীর আলমসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।
×