ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এক হাজার গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০২:২৯, ২১ অক্টোবর ২০১৭

এক  হাজার গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে ॥ ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার সকালে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ গ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রেখা রাণী বালো এতে সভাপতিত্ব করেন। সভায় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ গৃহহীনদের জন্য পাবনা জেলার অভ্যন্তরে গুচ্ছগ্রাম নির্মাণের জায়গা নির্বাচন করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। তিনি জেলায় ১ হাজার গৃহহীনদের পুনর্বাসন করার মতো খাস জমি খুঁজে বের করে গুচ্ছগ্রাম তৈরির নির্দেশ দেন। ভূমি মন্ত্রীর নির্দেশ প্রাপ্তির পর জেলা প্রশাসক রেখা রাণী বালো ১ হাজার বা তার অধিক গৃহহীনকে পুনর্বাসন করা যাবে এমন ব্যবস্থার উদ্যোগ নিচ্ছেন বলে মন্ত্রীকে মৌখিকভাবে নিশ্চিত করেন। উল্লেখ্য,গুচ্ছগ্রাম প্রকল্প-২য় পর্যায়ের আওতায় প্রতি গৃহহীন পরিবারের জন্য থাকছে বিনামূল্যে ৩ থেকে ৮ শতাংশ ভূমিসহ ৩০০ বর্গফুটের ফ্লোর স্পেস বিশিষ্ট আরসিসি পিলারসহ দুই কক্ষের ঘর, নিরাপদ সুপেয় পানির জন্য নলকূপ, ৫ রিং বিশিষ্ট স্যানিটারি ল্যাট্রিন ও মাল্টিপারপাস কমিউনিটি হল।
×