ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াই হাজারে জামাতার পিটুনীতে শ্বশুর খুন

প্রকাশিত: ০১:৪৭, ২১ অক্টোবর ২০১৭

আড়াই হাজারে জামাতার পিটুনীতে শ্বশুর খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে জামাতার পিটুনীতে জাফর আলী (৫৫) নামে এক শ্বশুর নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন জামাতা মুছা মিয়া (৩২) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মগে পাঠিয়েছে। ঘটনাটি শনিবার সকাল ৬টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক এলাকায়। বিকেল সোয়া ৫টা পর্যন্ত এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি বলে আড়াইহাজার থানার ওসি এম, এ হক জানান। জানা গেছে, ঘটনার দিন সকালে হাজীরটেক গ্রামের মোস্তফার ছেলে মুছা মিয়া একই এলাকায় তার শ্বশুর জাফর আলীর বাড়িতে থাকা স্ত্রী ও ২ সন্তানকে তার বাড়িতে নিতে আসেন। এ সময় শ্বশুরের সঙ্গে জামাতার তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। ঐ সময় জামাতা মুছা মিয়া শ্বশুর জাফর আলীকে লাঠি দিয়ে এলাপাথারী পিটাতে থাকে। এক পর্যায়ে তাকে ইট দিয়ে আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে বাড়ির লোকজন আহত শ্বশুরকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন জামাতা মুছা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মুছা মিয়ার স্ত্রী খায়রুন নেছা জানান, বেশ কিছুদিন ধরে তার স্বামী যৌতুকের জন্য তাকে শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল। এ কারণে সে তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে আসে। সে ও তার সন্তান মুছা মিয়ার সঙ্গে স্বামীর বাড়িতে যেতে না চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, শ্বশুর বাড়িতে শ্বশুরের সঙ্গে জামাতার হাতাহাতির ঘটনা ঘটে। এতে শ্বশুর মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তিনি আরও জানান, বিকেল সোয়া ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। তবে মুছা মিয়াকে পুলিশ আটক করেছে।
×