ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সাপের কামড়ে ২ জন আহত

প্রকাশিত: ০১:২৭, ২১ অক্টোবর ২০১৭

ঝালকাঠিতে সাপের কামড়ে ২ জন আহত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি বঙ্গপোসাগরের নিম্নচাপের প্রভাবে জেলায় ২ দিন ধরে অবিরাম বৃষ্টিপাত চলেছে এবং শনিবার সকাল থেকে দমকা বাতাস ও ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় গ্রাম অঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে এবং নিম্নঅঞ্চলের ঘর বাড়ী নিমজ্জিত হয়েছে। এই দূর্যোগের কারণে সাধারন মানুষ চরম দূর্ভোগে পরেছে। এছাড়াও বন জঙ্গলে পানি উঠে যাওয়ায় বিষধর সাপ মানুষের আবাসস্থলে উঠে এসেছে। ঝালকাঠিতে এর ফলে সাপের কামড়ে ২ জন অক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ জন সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী রহিমা বেগমকে গুরুতর অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে পুরণ করা হয়েছে এবং অন্য ১ জন শফিকুল ইসলাম নামের ১ কৃষককে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
×