ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিভেদ ভুলে নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে ॥ নৌ-পরিবহন মন্ত্রী

প্রকাশিত: ০১:০৫, ২১ অক্টোবর ২০১৭

বিভেদ ভুলে নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে ॥ নৌ-পরিবহন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার জন্য দলের মধ্যে সকল বিভেদ ভুলে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না। শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাবেক এমএলএ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য, স্বাধীনতাত্তোর গণপরিষদ ও বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত, নৌমন্ত্রীর পিতা মৌলভী আচমত আলী খানের ২৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে তিনি রাজনীতি করেছেন এবং বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার জন্য মানুষকে অনুপ্রাণিত করতেন আচমত আলী খান। আমার পিতা ছিলেন সাবেক এমএলএ, এমএনএ, এমপি। ১৯৪৯ ও ১৯৫৩ সালের আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভপতি এবং মাদারীপুর জেলায় উন্নীত হওয়ার পরে জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে জাতির পিতাকে যখন স্বপরিবারে হত্যা করা হলো, তখন আমার পিতাই ছিলেন হত্যাকান্ডের প্রথম প্রতিবাদকরী। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবময়, কৃতিত্বপূর্ন অবদানের জন্য ২০১৬ সালে তাঁকে স্বাধীনতা পদক ( মরনোত্তর) প্রদান করা হয়। ১৯৯৩ সালের ২১ অক্টোবর আচমত আলী খান ইন্তেকাল করেন। শনিবার ছিল তার ২৪তম মৃত্যু বার্ষিকী। জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাদ মুন্সি, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ। শনিবার বাদ আছর মাদারীপুরস্থ মরহুমের বাসভবন সংলগ্ন চাঁদমারী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া মরহুমের জন্মস্থান দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদী গ্রামের খানবাড়ী জামে মসজিদে এবং ২০ অক্টোবর দুধখালী ইউনিয়ন পরিষদ ভবনে ও ২১ অক্টোবর রাজৈরে আচমত আলী খান সংসদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
×