ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলিতে ৬৬ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

প্রকাশিত: ০০:১২, ২১ অক্টোবর ২০১৭

হিলিতে ৬৬ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি এলাকা থেকে প্রায় ৬৬ হাজার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩৬ হাজার ৪০০ পিস নিষিদ্ধ সেনেগ্রা ট্যাবলেট ও ৩০ হাজার পিস নিওসিপ ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ভারতীয় ক্রিম, লোশনসহ ১১ ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৪০ লাখ ৪০ হাজার ২৬ টাকা। মালামালগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিজিবি।
×