ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরের ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ আজও ঝুলে আছে

প্রকাশিত: ২৩:২০, ২১ অক্টোবর ২০১৭

জামালপুরের ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ আজও ঝুলে আছে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ প্রক্রিয়ার তৃতীয় ধাপের জামালপুর জেলাই চারটি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ প্রক্রিয়া ঝুলে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্টরা। ওই চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য ওইসব বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সংশ্লিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে গত ২০১৫ সালের ২৯ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখায় একটি সভা হয়। ওই সভার জাতীয়করণ প্রক্রিয়ার তৃতীয় ধাপের জন্য তালিকাভুক্ত জামালপুর জেলার চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলার ১২টি বেরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। ওই সভার পরবর্তীতে তৃতীয় ধাপের তালিকাভুক্ত ১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পর্যায়ক্রমে চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে একই তালিকায় থাকা জামালপুর জেলার চারটি বিদ্যালয়ের জাতীয়করণ প্রক্রিয়া আজও ঝুলে আছে। জাতীয়করণ প্রক্রিয়ার তৃতীয় ধাপ তালিকার ৮নম্বর ক্রমিকে থাকা জামালপুরের ইসলামপুর উপজেলার সোনামুখী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একই তালিকার ৭ নম্বরে থাকা একই উপজেলার টংগের আলগা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আজও জাতীয়করণ হয়নি। এ ছাড়াও জেলার মাাদারগঞ্জ উপজেলার খোর্দ্দ জোনাইল সমসাদ আরা বুলু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় ধাপ তালিকার ৯ নম্বরে এবং একই উপজেলার রুকনাই বদরুল আলম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় ধাপ তালিকার ১০ নম্বরে থাকার পরও জাতীয়করণ হয়নি। তবে তৃতীয় ধাপ তালিকার ১ নম্বর থেকে ৬ নম্বর পর্যন্ত এবং ১১ নম্বর ও ১২ নম্বর ক্রমিকের বিদ্যালয়সহ একই তালিকার ১২টি বিদ্যালয়ের মধ্যে আটটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। ইসলামপুরের সোনামুখী বেসরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, যমুনা নদী বিধৌত দেশের অবহেলিত এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া জনপদ হিসেবে পরিচিত ইসলামপুরের পশ্চিমাঞ্চল। এ অঞ্চলের সোনামুখী গ্রামের ৩৩ শতাংশ জমির উপর ২০১১ সালে তাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই বিদ্যালয়টিতে চারজন শিক্ষক স্বল্প বেতনে অতি কষ্টে নিয়মিত পাঠদান করছেন। বিদ্যালয়টিতে বর্তমানে ১৫৭ জন শিক্ষার্থী রয়েছে। এ বিদ্যালয় থেকে ২০১২ সাল থেকে সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে শতভাগ পাশের গৌরব অর্জন করছে। এ বিদ্যালয়টি সরকারি সকল শর্ত পূরণে সমর্থ হওয়ায় জাতীয়করণ প্রক্রিয়ার তৃতীয় ধাপে তালিকার ৮ নম্বরে স্থান পেয়েছে। ওই তালিকাভুক্ত দেশের ১২টি বিদ্যালয়ের মধ্যে আটটি জাতীয়করণ হয়েছে। একই তালিকার ৮ নম্বরে থাকা ইসলামপুরের সোনামুখী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শুধুমাত্র জামালপুর জেলারই চারটি প্রাথমিক বিদ্যালয় আজও জাতীয়করণ হয়নি। এলাকার বঞ্চিত শিক্ষকগণসহ এলাকাবাসী জামালপুর জেলার চারটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। ইসলামপুরের টংগের আলগা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর আলম জানান, এ বিদ্যালয় থেকে ২০১২ সন থেকে শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এ ছাাড়াও বিদ্যালয়টি প্রতিষ্ঠায় সরকারি সকল শর্ত পূরণ করে চারজন শিক্ষক অতি কষ্টে নিয়মিত পাঠদান অব্যাহত রাখায় জাতীয়করণ প্রক্রিয়ার তৃতীয় ধাপের তালিকার ৭ নম্বরে স্থান পেয়েছে। তিনি বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণের জন্য দাবি করেছেন। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ প্রক্রিয়ার জন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ে কমিটি রয়েছে। তাই এ প্রসঙ্গে আমার কোনো কিছুই বলার সুযোগ নেই। জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল জানান, জামালপুরের চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
×