ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে কাঁচা মরিচের দাম প্রতিকেজি তিনশত টাকা

প্রকাশিত: ২৩:০৬, ২১ অক্টোবর ২০১৭

হবিগঞ্জে কাঁচা মরিচের দাম প্রতিকেজি তিনশত টাকা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের বাজারে দেশীয় আদা উধাঁও। বিক্রি চলছে চায়না ও পাশ্ববর্তী ভারত থেকে নানা পথে আসা নিম্নমানের আদা। আবার বিক্রিও হচ্ছে চড়া দামে। তরিতরকারি বা পোলাও-বিরানী সহ নানা রান্নার কাজে ব্যবহারে ঘরের গৃহিনীরা এখন বিপদে। বাজার থেকে ক্রয় করা এইসব আদা বাসায় আনার পর একদিনও ভালভাবে রাখা যায় না। হয় পচেঁ যায় নয়তো ছাতা পড়ে দুর্গন্ধময় এক বিভৎস রূপ ধারন করে। সেই সাথে এইসব আদা দিয়ে কোন খাবার সামগ্রী তৈরীর পর খেতে গিয়ে দেখা যায় সুতার মত লম্বা লম্বা আঁশ। ফলে খাবার খেতে অনেকেই নিরুৎসাহিত হয়ে খিত খিতে মনে টেবিল থেকে উঠে যান। হবিগঞ্জ শহরের পিটিটিআই সড়কে অবস্থিত রিয়াজ স্টোরের মালিক জনকন্ঠকে জানান, এই রকম আদা বিক্রি করতে গিয়ে তাদেরকেও ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি হবিগঞ্জের বাজারে ওইসব দেশ থেকে নানা পথে আসা অতি নিম্নমানের আদা আসার কথা জানিয়ে বলেন, দেশীয় আদা না থাকায় সংশ্লিস্ট বাজারের ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন, বিদেশী এই আদা বিক্রি করতে। দেশীয় আদা না থাকার কোন কারনই কোন ব্যবসায়ীরা সঠিকভাবে উত্তর না দিয়ে শুধুই বলছেন, এখন ১২০ টাকা থেকে ১৫০ এমনকি ১৭৫টাকা পর্যন্ত এই আদা বিক্রি হচ্ছে। হবিগঞ্জের এই বাজারে এখন কাঁচা মরিচ অন্তত ২০০ থেকে আড়াই’শ এমনকি পৌনে ৩’শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, তরিতরকারির আনাজও এখন ক্রেতাদের নাগালের বাইরে। অথচ সংশ্লিস্ট বাজার কর্মকর্তা মাসের পর মাস শুধু নয় বছর জুড়েও বাজার মূল্য তদরকিতে যান না। ফলে জেলা প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ চেয়েছেন ক্ষুব্ধ সাধারন মানুষ।
×