ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মারা গেছেন বাঙালির বন্ধু ফাদার রিগন

প্রকাশিত: ২৩:০৩, ২১ অক্টোবর ২০১৭

মারা গেছেন বাঙালির বন্ধু ফাদার রিগন

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন মারা গেছেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ইতালির ভিচেঞ্জায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯২। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। এ ছাড়া নানা অবদানের জন্য তাকে বাংলাদেশের নাগরিকত্বও দেওয়া হয়। ফাদার মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে বাংলাদেশে আসেন তিনি । ৬০ বছরেরও বেশি সময় তিনি বাংলাদেশে ছিলেন। বাংলাদেশে নানারকম শিক্ষামূলক কার্যক্রম চালিয়েছেন তিনি। দক্ষিণাঞ্চলে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া দার্শনিক, লেখক, অনুবাদক ও মানবসেবক ফাদার রিগন বাংলা শিল্প ও সাহিত্য নিয়ে গবেষণার পর তা ইতালীয় ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি ইতালীয় ভাষায় অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিসহ প্রায় ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের ৩৫০টি গান, জসীম উদ্দীনের নকশীকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট।
×