ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২ দিন ধরে ভোলা-লক্ষ্ণীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ২১:৪৫, ২১ অক্টোবর ২০১৭

২ দিন ধরে ভোলা-লক্ষ্ণীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ সাগরে নিন্মচাপের প্রভাবে গত ২ দিন ধরে ভোলার উপর দিয়ে টানা বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা নদী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ভোলা-লক্ষ্ণীপুর রুটে গত ২ দিন ধরে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। একই সাথে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে রয়েছে। আটকা পড়ে রয়েছে কয়েক শত পণ্যবাহি যানবাহন। ভোলা লক্ষীপুর ফেরি সার্ভিসের সহকারি ব্যবস্থাপক সিহাব উদ্দিন জানান, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। অপর দিকে টানা বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রবল বর্ষনে শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। আবহাওয়া অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,গত ২৪ ঘন্টায় ভোলা জেলায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও আবহাওয়া পরিস্থিতি আগামী ২৪ ঘন্টা বলবৎ থাকার সম্ভবনা রয়েছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার জানান, ভোলার দক্ষিন ইলিশায় কাচিয়া সীমানায় বেড়ি বাঁধ ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। পাউবোর লোকজন ওই স্থানে মেরামতের কাজ করছে। এছাড়াও ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার দের মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
×