ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পানছড়িতে অস্ত্রসহ ৪ চাঁদাবাজ আটক

প্রকাশিত: ২১:০৬, ২১ অক্টোবর ২০১৭

পানছড়িতে অস্ত্রসহ ৪ চাঁদাবাজ আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির পানছড়িতে চাঁদাবাজি করার সময় ৪ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাতে পানছড়ি কলেজ গেইট এলাকা থেকে জনতা ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুুলিশে দেয়। আটককৃতরা হলো, পানছড়ির দক্ষিণ নালকাটার শান্তি দুলাল চাকমার ছেলে মোক্তাহার দেওয়ান(২২), বৌদ্ধরাম পাড়ার সুখ মনি চাকমার ছেলে সুমন চাকমা(২০), বৌদ্ধরাম পাড়ার মবুক চাকমার ছেলে বিমল চাকমা(২৪) ও খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার খেড়া কুমার ত্রিপুরার ছেলে বুদ্ধিরাম ত্রিপুরা(২৮)। এরা সবাই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
×