ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোষাক রপ্তানী শিল্প দেশের অর্থনীতির পরিবর্তন এনেছে ॥ নাছির

প্রকাশিত: ১৯:১০, ২১ অক্টোবর ২০১৭

পোষাক রপ্তানী শিল্প দেশের অর্থনীতির পরিবর্তন এনেছে ॥ নাছির

বিকাশ চৌধুরী, পটিয়া ॥ বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানী সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির বলেছেন, পোষাক রপ্তানী শিল্প বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন এনেছে। দারিদ্র নারীদের বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ ও পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে বিজিএমইএ ও এশিয়ান ডেভলাভমেন্ট প্রকল্প (এসইআইপি)। গার্মেন্টস শিল্পে ভবিষ্যতে দক্ষ জনশক্তি সরবরাহের লক্ষ্য মূলত নারী ও দরিদ্র পুরুষদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সালের মধ্যে ৭৫ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে ২৮ হাজার ৮৫২জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার মধ্যে ২৪ হাজার ৪৫৩জন প্রশিক্ষণ শেষে পোষাক শিল্প প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োজিত। সারা দেশে ১০৫টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে নিট, ওভেন, সোয়েটার ও ম্যানেজমেন্ট লেভেলের প্রশিক্ষণ চলমান। পটিয়া ছাড়াও চট্টগ্রাম শহরে বাংলাদেশ কোরিয়া টিটিসি, চট্টগ্রাম মহিলা টিটিসি, এনজিও মুসলিম এইডের মাধ্যমে খাগড়াছড়িতে এবিসি তার্কিশ, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা সরকারি টিটিসির মাধ্যমে প্রশিক্ষণ চলছে। এছাড়া উচ্চতর পর্যায়ে কাজ করার জন্য প্রোডাকশান ম্যানেজমেন্ট, গার্মেন্টস কোয়ালিট সিস্টেম, ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ফায়ার সেফটি এন্ড কমপ্লায়েন্স, প্রোডাকশান প্লানিংসহ সর্বমোট ৫টি বিষয়ে সুদক্ষ প্রশিক্ষক চালু করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের পটিয়ায় বিজিএমইএ-এসইআইপি পটিয়ার ট্রেনিং সেন্টারের উদ্যোগে সনদ বিতরণ ও চাকুরী প্রদান অনুষ্ঠানে বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির এ কথা বলেন। বিজিএমইএ’র উইং কমান্ডার (অবঃ) জগলুল হায়দারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম আবদুল মতিন চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম নবী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মাষ্টার, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সবুজ বড়–য়া, শাহজাহান চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাঈনুদ্দিন, ইঞ্জিনিয়ার এস,এম, মোরশেদ,উপজেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদক সাজেদা বেগম, কৃষক লীগ নেতা আবু ছৈয়দ, মোরশেদুল আলম চৌধূরী, ভাটিখাইন ইউপি আ’লীগ সেক্রেটারী জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, নাজিম উদ্দিন, মফিজুল ইসলাম কামরুল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনুজ বড়–য়া, জালাল উদ্দিন, বিজিএমইএ’র কোডিনেটর মহিবুল্লাহ মাসুদ, হেদায়াতুল্লাহ খান, মো. সোহেল, মো. আরমান, ওসমান গণি, সাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে পটিয়ায় প্রশিক্ষপ্রাপ্ত ৪২০ নারী ও পুরুষদের মধ্যে সনদ বিতরণ এবং ২৫৬ জনকে চাকুরি প্রদান করা হয়।
×