ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাতালোনিয়া স্পেনের সাথে থাকবে

প্রকাশিত: ১৮:২৭, ২১ অক্টোবর ২০১৭

কাতালোনিয়া স্পেনের সাথে থাকবে

অনলাইন ডেস্ক ॥ কাতালোনিয়া স্পেনের অংশ ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। উত্তর স্পেনের ওভিয়েডো শহরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন। রাজা ষষ্ঠ ফিলিপ আরো বলেন, কাতালান সরকার স্পেনে একটা ফাটল তৈর করার চেষ্টা করছে। কিন্তু স্পেনের যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে তা দিয়েই স্পেন এই সংকট সমাধান করবে বলেও মন্তব্য করেন তিনি। রাজা ফিলিপ বলেন, একটি গণতান্ত্রিক কাঠামোতে ফাটল ধরিয়ে কোনো ভবিষ্যতই নির্মাণ করা যায় না এবং উন্নয়ন বা মুক্তির কোনো প্রকল্পই সঠিকভাবে এগোয় না। অপরদিকে কাতালোনিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণা করবে বলে হুমকি দিয়ে আসছে। কিন্তু এই হুমকির উত্তরে সরাসরি শাসন জারি করার পরিকল্পনা করছে মাদ্রিদ। কাতালোনিয়া সম্পর্কে স্পেন কী পদক্ষেপ নিতে যাচ্ছে তার একটা পরিপূর্ণ ও বিস্তারিত ঘোষণা আগামীকাল রবিবার দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী মারিনো রাজোয়। কেন্দ্রীয় সরকার বলছে, তারা সংবিধানের ১৫৫ নম্বর ধারা জারি করবে। এই ধারা অনুযায়ী সরাসরি শাসন জারি করা হয়। যদি কাতালোনিয়ায় ১৫৫ ধারা জারি করা হয় তবে এটিই হবে প্রথমবাররে মত সরাসরি শাসন জারি করা। তবে, ১৫৫ ধারা সরাসরি শাসন জারির অধিকার দিলেও এটি কোনো সরকারকেই স্বায়ত্তশাসন বাতিল করবার ক্ষমতা দেয়নি। কাতালোনিয়াতে ১৫৫ ধারা জারির পাশাপাশি কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ দপ্তরের নিয়ন্ত্রণও কেন্দ্রের হাতে নিয়ে নেবার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গত পয়লা অক্টোবর একটি বিতর্কিত গণভোট অনুষ্ঠিত হয়। যেখানে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৯০ ভাগ ভোটার। সূত্র: বিবিসি বাংলা।
×