ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ

প্রকাশিত: ১৮:২৫, ২১ অক্টোবর ২০১৭

ট্রাম্পের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে সমালোচনাও শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেছেন, যুক্তরাজ্যে অপরাধের মাত্রা বেড়েছে ১৩ ভাগ। ইসলামি সন্ত্রাসবাদ বাড়ার কারণেই এটা বেড়েছে বলে তিনি জানান। জানা গেছে, লেবার পার্টির এমপি কুপার প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যকে ‘উস্কানিমূলক এবং অজ্ঞতাসুলভ’ বলে উল্লেখ করেছেন। আর সাবেক লেবার নেতা এড মিলিব্যান্ড ট্রাম্পকে ‘গাঁধা বা বোকা’ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ব্রিটিশ পরিসংখ্যার ব্যুরো জানায়, অপরাধের মাত্রা ১৩ ভাগ বেড়েছে। এর মধ্যে উত্ত্যক্ত করা এবং হয়রানির তথ্যও রয়েছে। তবে কী কারণে বেড়েছে তা নির্দিষ্ট করা হয়নি। তাও আবার ইংল্যান্ড এবং ওয়েলসে অপরাধের মাত্রা বেড়েছে, পুরো যুক্তরাজ্যে নয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কেবল ইসলামি সন্ত্রাসী বাড়ার কারণে অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন। বিবিসি।
×