ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবারও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

প্রকাশিত: ১৭:৫৯, ২১ অক্টোবর ২০১৭

আবারও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

অনলাইন রিপোর্টার ॥ আবারও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ শনিবার সকালে আবাহওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এসব কথা বলা হয়েছে। আবাহওয়া অধিদফতরের তরফ থেকে আরও বলা হয়, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আবহাওয়ার সতর্কবাতায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
×