ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজী বশিরের প্রতিবাদ

প্রকাশিত: ০৩:২৯, ২১ অক্টোবর ২০১৭

হাজী বশিরের প্রতিবাদ

মৌলভীবাজার কাঁচাবাজার সিটি কর্পোরেশনের ভুয়া দলিলে বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মোঃ মতিউর রহমান ভূঁইয়া। প্রতিবাদলিপিতে তিনি জানিয়েছেন, আমার মক্কেল হাজী বশির উদ্দিন মৌলভী বাজারের মেসার্স বশির ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার মৌলভীবাজারে সুনামের সঙ্গে ব্যবসায় বাণিজ্য করে আসছেন। জমিসংক্রান্ত বিষয়টি ভুল তথ্যের ভিত্তিতে পত্রিকায় ছাপানো হয়েছে। মৌলভীবাজারের জমিটি ১৯২৮ সালের ৮ মে ২০৭৫ নম্বর দলিল মূলে হাজী এমদাদ আলী বেপারি ১২ আনা মালিক হউন। এসএ পর্চায় হাজী এমদাদ আলী বেপারির ওয়ারিশগণের নাম অন্তর্ভুক্ত করা হয়। তৎকালীন এরশাদ সরকারের সময় ১৯৮৬, ১৯৮৭ ভূমি মন্ত্রণালয় হতে ভূমি হুকুম দখলের অধিগ্রহণ করা হয়। ১৯৮৮ সালের জেলা প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশন উক্ত ভূমি দখল গ্রহণ করতে গেলে কাঁচাবাজারের দোকান মালিক কর্মচারীদের প্রতিবাদে ও স্থানীয়দের চাপের মুখে জেলা প্রশাসক সিটি কর্পোরেশন ও পুলিশ বাহিনী চলে যায়। পরবর্তীতে কাঁচাবাজারের ব্যবসায়ীদের ও এমদাদ আলী বেপারির ওয়ারিশদের কথা বিবেচনায় নিয়ে ১৯৯৩ সালে সরকার অধিগ্রহণ গেজেট প্রকাশ না করে তা মালিক পক্ষকে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। জমিটি প্রায় ৯০ বছর ধরে এমদাদ আলী বেপারি দলিলে-রেকর্ডীয় মালিক ওয়ারিশদের দখলে রয়েছে। সম্প্রতি এমদাদ আলী বেপারি ওয়ারিশগণদের কাছ থেকে আমার মক্কেল হাজী মোঃ বশির উদ্দিন জমির কিছু অংশ ক্রয় করেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসেবে ২-১ জনের কাছে রেজিস্ট্রি সাফ কবলা দলিল মূলে বিক্রি করেন। এতে প্রতারণা কিংবা ভুয়া দলিলের কোন প্রশ্ন আসে না। -বিজ্ঞপ্তি
×