ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কম্পিউটার প্রশিক্ষণে স্বাবলম্বী

প্রকাশিত: ০৩:২৫, ২১ অক্টোবর ২০১৭

কম্পিউটার প্রশিক্ষণে স্বাবলম্বী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছেন যেগুলোর অনেকটাই সফলভাবে পরিচালিত ও বাস্তবায়িত হচ্ছে। দেশের শিক্ষত বেকার মহিলাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি খাতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের ৬৪টি জেলায় পরিচালিত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। দেশব্যাপী পরিচালিত প্রকল্পের অংশ হিসেবে পিছিয়ে নেই নাটোর জেলা। ২০০৯ সালের মে মাসে নাটোরে প্রকল্প চালুর পর থেকেই সফলতার মুখ দেখছে জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কোর্স প্রকল্পটি। এই প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে জেলার অনেক বেকার নারীই এখন সফলতার মুখ দেখছেন। নাটোরে ২৫৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাদের মধ্যে প্রায় ৬০ নারী প্রশিক্ষণার্থী সরকারী-বেসরকারী বিভিন্ন ফার্মে চাকরি করছেন। অন্যদিকে প্রায় ৯০-৯৫ প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীরা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠান তৈরি করে এখন আত্মনির্ভরশীল। তবে জানান, এই প্রকল্পটি নারীদের মাঝে জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। বেসরকারীভাবে পরিচালিত ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে যেখানে ৪-৫ হাজার টাকা খরচ হয়। অথচ জেলাভিত্তিক মহিলা প্রশিক্ষণ কোর্সে মাত্র ১ হাজার টাকা খরচ করেই ৬মাসের কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে জীবন গড়তে পারেন। এছাড়া এসএসসি পাসের পর দুস্থ, অবহেলিত নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। প্রকল্পের প্রোগ্রামার কাজী আব্দুস সাইম জানান, শীঘ্রই এই প্রকল্পের অধীনে গ্রাফিক্স ডিজাইনসহ অনলাইন ইনকামিং প্রোগাম চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। -কালিদাস রায়, নাটোর থেকে
×