ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনীর রিভিউ ॥ কাজ করছে ১১ সদস্যের কমিটি

প্রকাশিত: ০২:২৩, ২০ অক্টোবর ২০১৭

ষোড়শ সংশোধনীর রিভিউ ॥ কাজ করছে ১১ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়া সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপীলের দেওয়া রায়ের রিভিউ’র (পুনর্বিবেচনা) প্রস্তুতির জন্য অ্যাটর্নি জেনারেলসহ ১১ সদস্যের একটি কমিটি কাজ করে যাচ্ছে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে ‘রিভিউ’ প্রস্তুতির জন্য এ কমিটি কাজ করছে বলে শুক্রবার জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জানান, এটা অনেক বড় একটি রায়। এ রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ’র প্রস্তুতি নিচ্ছি। এ লক্ষ্যে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিনি বলেন, আমিসহ ১১ জন আইন কর্মকর্তা এই কাজে যুক্ত রয়েছি। কমিটিতে দুই জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আট জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন। আদালতের দৈনন্দিন কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত প্রায় ৯টা- ১০টা পর্যন্ত এ কমিটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের লাইব্রেরিতে বসে আইনি তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণসহ এ সংক্রান্ত কাজগুলা করছে। সরকারের সিদ্ধান্ত এলেই যথাসময়ে রিভিউ করা হবে বলেও তিনি জানান। এর আগে ১১ অক্টোবর অ্যাটর্নি জেনারেল জানান, আমরা রায়ের সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) পেয়েছি। আইন অনুযায়ী রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার একমাসের মধ্যে রিভিউ করতে হয়।
×