ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামীলীগ বিএনপি’র মতো হাওয়া ভবন সৃষ্টি করেনি ॥স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:৫৫, ২০ অক্টোবর ২০১৭

আওয়ামীলীগ বিএনপি’র মতো  হাওয়া ভবন সৃষ্টি করেনি ॥স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামীলীগের কোন বিকল্প নেই। তিনি বলেছেন- ক্ষমতায় থেকে আওয়ামীলীগ বিএনপি’র মতো হাওয়া ভবন সৃষ্টি করেনি, নৈরাজ্য ও জঙ্গীবাদেরও সৃষ্টি করেনি। আগামী নির্বাচনেও শান্তির পক্ষে রায দেবার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহবান জানিয়ে সিনিয়র এই মন্ত্রী সরকারের শিক্ষা, স্বাস্থ্য,কৃষি,খাদ্য, বিদ্যুত সহ বিভিন্ন খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে জনগণের উদ্দেশ্যে বলেছেন-দলীয় নেতাকমী এবং জনগণকে সজাগ থাকতে হবে, যাতে করে একাত্তরের ঘাতকেরা এবং জঙ্গীবাদের মদদদাতারা আগামী নির্বাচনে নির্বাচিত হতে না পারে। তিনি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন ও কার্য্যক্রমের উদ্বোধন শেষে হাসপাতাল চত্তরে এক সমাবেশে এ সব কথা বলেন। জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, স্বাস্থ্য অধিদপ্তরের সিবিএইচসি’র পরিচালক ডাঃ আবুল হাসেম খান,রাজশাহী বিভাগের পরিচালক আব্দুস সোবহান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন,মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক জান্নাত আরা তাুকদার হেনরী, থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, বাগবাটি ইউপি চেয়ারম্যার জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। এছাড়াও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাঃ বাকির হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন,ছোনগাছা ইউপি চেয়ারম্যান সহিদুল আলম এবং রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগবাটি হাসপাতালের উদ্বোধন করে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-বাংলাদেশ এখন স্বাস্থ্য সেবায় অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবা এখন জনগণের দোড়গোড়ায় । পাম্ববর্তী দেম ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের প্রশংসা সারা দুনিয়ায়। কিন্তু গ্রামের জনগনকে সেবা দিতে হবে। চিকিৎসা সেবায় কোন গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি হুশিয়ারী দেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত বাগবাটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ফলক উন্মোচন করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলেজ মাঠে আয়োজিত জনসভা স্থগিত করে হাসপাতাল ভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রোহিঙ্গা সংকট নিযে শেখ হাসিনার উদারতা ও বিশ্ব নেতৃবৃন্দের বাংলাদেশের প্রশংসা তুলে ধরেন মোহাম্মদ নাসিম। ২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- নির্বাচন বানচালের নামে বিএনপি জামাত মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের আমলেই জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে। হাওয়াভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নযন ও জঙ্গী দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এ জন্য জনগণকে সহযোগিতা করারও আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে তিনি বাগবাটি ইউনিয়নের বেজগাতিতে সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন বাড়িতে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
×