ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে সংর্ঘষ ॥ ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০১:৪৭, ২০ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে সংর্ঘষ ॥ ১৪৪ ধারা জারি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার রানীশংকৈল উপজেলার ভরনিয়া বাজারে শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির মধ্যে সংর্ঘষ হয়। এতে আহত হয়েছে ১০ জন এবং গ্রেফতার হয়েছে ১০ জন । সেইসাথে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । জানা যায়, ভরনিয়া বাজারে বৃহস্পতিবার বিকেলে ডাক্তারের চায়ের দোকানের কর্মচারি ইউসুফের ছেলেকে স্থানীয় খুশালি আকতার মারপিট করে। এরপর বাদশা মেম্বারের ছেলে জামাল খুশালিকে মারধর করে। এঘটনায় উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ইউপি চেয়ারম্যান মুকুল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, যুবলীগ সম্পাদক রমজান আলী, আকবর মাষ্ঠার সহ অনেকেই আপোষ মিমাংসায় বসে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে মারামারি শুরু হলে নাহিদ, বাবুল, গুল্লু, রাশেদ সহ ১০ জন আহত হয়ে রানীশংকৈল হাসপাতালে ভর্তি হয়। এঘটনার জের ধরে শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দা ও রাজশাহী হতে আসা (মালদেয়া) বাসিন্দাদের মধ্যে সংর্ঘষ শুরু হয় এবং চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় থানা পুলিশ ইউনিয়ন বিএনপি সম্পাদক আব্দুল বারি (৫০), জিয়াউর রহমান (৩৫), বশির উদ্দীন (৩২), নুরুজাম্মান (১৯), মাহাফুজুর রহমান(১৫), আল আমিন (১৫), আবু সুফিয়ান (১৯), আঃ রহমান (২৭), লজির উদ্দীন (১৪), আঃ করিম (২৮) কে গ্রেফতার করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ভরনিয়া এলাকায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান নির্বাহি ম্যাজিষ্টেট হিসাবে ভরনিয়া বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন শাহ্ ও পীরগঞ্জ সার্কেল এএসপি মুশফিকুর রহমানের নেতৃত্বে রানীশংকৈর, হরিপুর ও বালিয়াডাঙ্গী থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
×