ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে ওষুধ কোম্পানির ডিপোতে ২২ লাখ টাকা চুরি

প্রকাশিত: ০১:২৩, ২০ অক্টোবর ২০১৭

রংপুরে ওষুধ কোম্পানির ডিপোতে ২২ লাখ টাকা চুরি

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরে ইনসেপটা ঔষুধ কোম্পানির ডিপোতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নগরীর চেকপোস্ট এলাকায় অবস্থিত ওই ডিপোতে চুরির ঘটনায় প্রায় বাইশ লাখ চুরি হয়েছে বলে ডিপো ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন। আবুল কালাম আজাদ বলেন, শুক্রবর সকালে এক কর্মচারির কাছ থেকে চুরির ঘটনা জানার পর সেখানে গিয়ে লকার ভাঙা অবস্থায় দেখতে পাই। লকারে ২১ লাখ ৫৩ হাজার ৬৩১ টাকা ছিল, যা চুরি হয়েছে। তিনি আরও বলেন, পরে সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখতে পাই একজন বোরকা পরে রাত সাড়ে তিনটার দিকে ঘরে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এছাড়াও ওই ভবনের ছাদ থেকে মোটা রশি বেয়ে নামতে দেখা যায়। ধারণা করা হচ্ছে এই রশি বেয়েই চোরেরা নেমে পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার বলেন, প্রাথমিকভাবে কর্মচারী ও পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যা আলামত সংগ্রহ করা হয়েছে তা পর্যালোচনা করছি।
×