ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে বিরামহীন বৃষ্টিপাতে মানুষের জীবন যাত্রা স্থবির

প্রকাশিত: ০০:৪০, ২০ অক্টোবর ২০১৭

ঈশ্বরদীতে বিরামহীন বৃষ্টিপাতে মানুষের জীবন যাত্রা স্থবির

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ঈশ্বরদী অঞ্চলে শুক্রবার দিনভর বৃষ্টিপাত হয়েছে। বিরামহীনভাবে বৃষ্টিপাত হওয়ায় মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়ে। একদিকে শুক্রবার ছুটির দিনে বৃষ্টিপাত যোগ হওয়ায় বাজারঘাট পুরোপুরি বন্ধ থাকে। মিলকলকারখানায় উৎপাদন মারাতœকভাবে ব্যহত হয়। আবহাওয়া অফিস জানায়,৩ নং সতর্ক সংকেতসহ সমুদ্রপৃষ্ঠ থেকে সৃষ্ঠ লঘুচাপ বাংলাদেশের উত্তর পশ্চিম হয়ে ভারতের উড়িষ্যার দিকে অতিক্রম করছে। এ কারণে আগামিকাল শনিবার পর্যন্ত ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ হবে।
×