ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০০:৩৮, ২০ অক্টোবর ২০১৭

বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ব্যবসার জন্য দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকা পরিশোধ না করায় স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গৃহবধূ আসমা বেগম। এ ঘটনায় শুক্রবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের। হাসপাতালে শষ্যাশয়ী বাগধা গ্রামের গোলাম মাওলার কন্যা আসমা বেগম জানান, খাজুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকিরের সাথে বিগত দশ বছর পূর্বে সামাজিকভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকলোভী রাজ্জাকের দাবিকৃত সকল চাহিদা পূরন করা হয়। বিয়ের পরও তার (রাজ্জাক) দাবি অনুযায়ী সাধ্যমত টাকা দিয়ে সহযোগীতা করা হয়েছে। অতিসম্প্রতি রাজ্জাক ব্যবসার জন্য আসমা বেগমের বাবার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। ওই টাকা পরিশোধ না করায় প্রায়ই তাকে (আসমা) শারিরীক নিযার্তন করা হতো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে যৌতুকলোভী রাজ্জাক ফকির তার স্ত্রী আসমা বেগমকে অমানুষিক নির্যাতন করে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় ওইদিন রাতেই আসমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
×