ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিং বেড়িবাঁধ ভেঙ্গে ১০ গ্রামের আমনক্ষেত প্লাবিত

প্রকাশিত: ০০:২০, ২০ অক্টোবর ২০১৭

রিং বেড়িবাঁধ ভেঙ্গে ১০ গ্রামের আমনক্ষেত প্লাবিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ রামনাবাদপাড়ের চারিপাড়া গ্রামের মানুষের আমন ক্ষেত এখন পানির নিচে। ভাঙ্গা বাঁধ সরকারিভাবে মেরামত না করায় নিজেরা প্রায় ছয় লাখ টাকা খরচ করে বিকল্প রিং বেড়িবাঁধ করে আমনের আবাদ করেছিলেন। বৃহস্পতিবার রাতের অস্বাভাবিক জোয়ারের তোড়ে বাঁধটির তিনটি স্পটে ভেঙ্গে গেছে। জোয়ারের প্লাবনে এখন শুধু আমন ক্ষেত নয় গোটা এলাকা ভাসছে। আমন আবাদের স্বপ্নে বিভোর থাকা এই কৃষকরা এখন দিশেহারা হয়ে গেছে। ইউপি মেম্বার মজিবর হাওলাদার জানান, এখন জোয়ার-ভাটার পানি ওঠানামায় অন্তত তিন শ’ একর জমির আমন ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একই দশা মহিপুরের নিজামপুরের। গ্রামের মানুষ নিজেদের প্রচেষ্টায় যে রিং বাঁধ দিয়েছিল তা রাতের অস্বাভাবিক জোয়ার ভাসিয়ে নেয়। এখন আমনক্ষেতে জোয়ারের পানিতে থৈ থৈ করছে। হতাশায় ডুবে আছে এখানকার অন্তত চার শ’ কৃষক পরিবার। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের জানান, আবহাওয়া খুবই খারাপ। তারপরও পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন। মোট কথা দশ গ্রামের মানুষ কার্যত পানিবন্দী দশায় পড়েছে। এছাড়া তিনদিনের টানা বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ায় জনজীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। সাগর নদী উত্তাল রয়েছে। পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ। অপরদিকে তিনদিনের ঝড়োহাওয়া ও প্রবল বৃষ্টিতে আগাম জাতের আমন ধান নেতিয়ে পড়েছে। শীষ বের হওয়া এসব ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
×