ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসক সংকটের কবলে নওগাঁর সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: ২৩:৪৬, ২০ অক্টোবর ২০১৭

চিকিৎসক সংকটের কবলে নওগাঁর সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মারত্মক চিকিৎসক সংকটের কবলে পড়েছে নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলার ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্্রটি। ফলে প্রত্যন্ত এলাকার মানুষ সরকারের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, সাপাহার উপজেলায় এখন দেড় লক্ষাধীক মানুষের বসবাস। আর এই দেড় লক্ষাধীক মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন মাত্র ২জন চিকিৎসক। তার পরেও ওই দুই চিকিৎসকের অবহেলায় এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে একেবারেই বঞ্চিত। স্বাস্থ্য কমপ্লেক্্ের এখন সহকারী চিকিৎসক বা মেডিক্যাল এ্যাসিস্টেন্টরাই রোগীদের ভরসা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ১০জন অভিজ্ঞ চিকিৎসক ও ১৭জন সাধারণ চিকিৎসক মিলে সর্বমোট ২৭জন চিকিৎসক থাকার কথা। কিন্ত বর্তমানে ওই হাসপাতালটিতে কর্মরত রয়েছেন, মাত্র ৫জন চিকিৎসক। তাদের মধ্যে অন্যত্র প্রেষনে রয়েছেন ২জন এবং ১জন রয়েছেন ডিপার্টমেন্টাল প্রশিক্ষনে। এখন হাসপাতালটি রয়েছেন মাত্র ২জন চিকিৎসক। এদের মধ্যে ১জন আবাসিকের দায়িত্বে ও অন্যজন প্রশাসনিক কাজে নিয়োজিত থাকায় তারা বহিঃর্বিভাগে রোগী দেখতে পারেন না। ফলে প্রতিদিন অন্তত শত শত রোগী বহিঃর্বিভাগে চিকিৎসা নিতে এসে ফেরৎ যাচ্ছেন। কিছু দিন পূর্বে এখানকার দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তার প্রমোশন জনিত কারণে তিনি অন্যত্র চলে যাওয়ায় সার্বক্ষনিক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকা গুরুত্বপুর্ন পদটিও রয়েছে শুন্য। এছাড়া হাসপাতালটিতে চতুর্থ শ্রেণীর আয়া, ওয়ার্ডবয় ও সুইপারের পদে মাত্র ১জন করে লোক থাকায় ইনডোরে চিকিৎসকের সহায়তাদান এবং হাসপাতাল ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন কাজে হরহামেশা বিঘœ ঘটছে। এ বিষয়ে নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ মমিনুল হক জানান, উপজেলা পর্যায়ে একটি হাসপাতালে কমপক্ষে ৫জন মেডিক্যাল অফিসার থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে সাপাহারে সত্যিই চিকিৎসক সংকট চলছে। দ্রুত সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক-এর চিকিৎসক সমস্যাসহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
×