ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি সাইফুল বরখাস্ত

প্রকাশিত: ২৩:৩১, ২০ অক্টোবর ২০১৭

বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি সাইফুল বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিচারের আদেশের আগেই নোটিশ জারি করায় শাস্তিস্বরুপ বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বৃহস্পতিবার সাইফুলের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। আজ শুক্রবার সকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি পরিমল চন্দ্র দাস। আদালত সূত্রে জানা গেছে, বেআইনিভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগে গত ১৫ অক্টোবর বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টবল জসিম উদ্দিন বাদি হয়ে একটি নালিশী অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বরিশাল রেঞ্জ ডিআইজি, আরআরএফ’র কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআই, রেশন স্টোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পোশাক ভান্ডারের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরআরএফ অফিসের প্রধান সহকারী এবং হিসাবরক্ষককে বিবাদী করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) সৈয়দ এনায়েত হোসেন অভিযোগটি আমলে নিয়ে আগামী ১ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য্য করেন। এরইমধ্যে বিচারককে না জানিয়ে ওই আদালতের বেঞ্চ সহকারি সাইফুল ইসলাম নিজেই মামলার বিবাদীদের বিরুদ্ধে নোটিশ জারি করেন। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে সাইফুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
×