ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএম কলেজ থেকে বিসিএস-এ ক্যাডার হলেন ১০ জন

প্রকাশিত: ২৩:৩০, ২০ অক্টোবর ২০১৭

বিএম কলেজ থেকে বিসিএস-এ ক্যাডার হলেন ১০ জন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বলা হয়ে থাকে সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরাই দেশের দক্ষিণাঞ্চলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন। সম্প্রতি প্রকাশিত ৩৬তম বিসিএসের ফলাফল যেন এই কথাকেই নতুন করে প্রমান করিয়ে দিয়েছে। ঘোষিত ফলাফলে উঠে এসেছে দেশের সর্ব্বোচ্চ স্তরের প্রতিযোগীতায় সরকারী বিএম কলেজের শিক্ষার্থীদের সাফল্যগাঁথা। সূত্রমতে, গত ১৭ অক্টোবর সরকারী কর্ম কমিশন পিএসসি ৩৬তম বিসিএসের পূর্নাঙ্গ ফলাফল প্রকাশ করে ক্যাডার ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করে। উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩২৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। সুপারিশকৃত ক্যাডারের তালিকার ১০টি স্থানে রয়েছে সরকারী বিএম কলেজের শিক্ষার্থী। বিএম কলেজের রসায়ন বিভাগ থেকে চারজন, ইংরেজী বিভাগ থেকে তিনজন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে দুইজন ও গনিত বিভাগ থেকে একজন ক্যাডারে সুপারিশকৃত হয়েছেন। তাদের এই সাফল্য সরকারী বিএম কলেজের শ্রেষ্ঠত্বকেই ফের প্রমাণ করে দিয়েছে।
×