ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিয়ানীবাজারে বিপুল পরিমান নকল সিগারেট জব্দ

প্রকাশিত: ২৩:৩০, ২০ অক্টোবর ২০১৭

বিয়ানীবাজারে বিপুল পরিমান নকল সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সম্প্রতি সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার মফসসির মার্কেট অভিযান চালিয়ে বিপুল পরিমান ট্যাক্সস্ট্যাম্প এবং ব্যান্ডরোল বিহীন নকল সিগারেট জব্দ করে বিয়ানিবাজার থানা আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনি। মফসসির মার্কেটের করিম স্টোর, লাকি স্টোর, মাহিন স্টোর, কবির এন্ড ব্রাদার্স সহ প্রায় দশটির বেশি দোকানে অভিযান চালিয়ে দুইশ কার্টনের বেশি নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত নকল সিগারেটের আনুমানিক মূল্য ছিল আনুমানিক ৫ লক্ষ টাকা। জব্দকৃত নকল সিগারেটের মধ্যে উল্লেখযোগ্য ছিল সেনর গোল্ড, সিটি ব্ল্যাক এবং ডেরোডি সিগারেটে। জানা যায় এ বছরের বাজেটে নিন্মস্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ২৩ টাকা থেকে বেড়ে ২৭ টাকা নির্ধারিত হওয়ার পরেই বেপরোয়া হয়ে উঠে অসাধু চক্র। বেশি লাভের আশায় কোন ধরনের অনুমোদন, ট্যাক্সস্ট্যাম্প এবং ব্যান্ডরোল ছাড়াই নকল সিগারেট তৈরির কর্মযজ্ঞ শুরু করে এবং একটি অসাধু চক্র তা বৃহত্তর সিলেটের বিভিন্ন বাজারে ছড়িয়ে দিচ্ছে। সরেজমিনে দেখা গেছে সিলেট নগরীর বন্দরবাজারের হাসান মার্কেট, বিয়ানিবাজারের মফসির মার্কেট সহ বিভিন্ন মার্কেটে পাইকারি এবং খুচরা বিক্রেতারা এসব নকল সিগারেট বিক্রি করছে। নকল সিগারেটের দাম সরকার নির্ধারিত নিম্নস্তরের সিগারেটের দামের তুলনায় কম হওয়ায় এগুলো ক্রেতাদের আকৃষ্ট করছে এবং তাদের ধূমপানের মাত্রা বাড়াচ্ছে। পাশাপাশি এসব সিগারেটে কোন ট্যাক্সস্ট্যাম্প এবং ব্যান্ডরোল না থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। রাজস্ব ফাঁকি দিয়ে নিন্মআয়ের মানুষকে ধূমপানে আকৃষ্ট করতেই সিলেট ছাড়া দেশের অন্যান্য মফস্বল এলাকা এবং গ্রামাঞ্চলে তৎপর রয়েছে এই চক্রটি।
×