ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাহোরে না খেললে সিরিজ থেকে বাদ

প্রকাশিত: ১৯:০১, ২০ অক্টোবর ২০১৭

লাহোরে না খেললে সিরিজ থেকে বাদ

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের বিপক্ষে চলমান পূর্ণাঙ্গ সিরিজের শেষ একটি টি-টোয়েন্টি ম্যাচ লাহোরে খেলবে শ্রীলঙ্কা। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এই ম্যাচে খেলতে ইতোমধ্যে দু-একজন ক্রিকেটার অস্বীকৃতি পোষণ করেছেন। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বলছে লাহোরে শেষ ম্যাচ না খেলতে চাইলে পুরো সিরিজ থেকেই বাদ পড়তে হবে তাকে। দলটির প্রধান নির্বাচক গ্রায়েম লাব্রয় বলেছেন, চিন্তা করা হচ্ছে পুরো সিরিজের জন্য একই দল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে লাহোরে যারা খেলতে যেতে চায় না, তারা পুরো সিরিজ থেকেই বাদ পড়ে যাবে। শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ক উপুল থারাঙ্গা পাকিস্তান যেতে অস্বীকৃতি জানিয়েছেন। সেক্ষেত্রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন একজনকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী ২৬ অক্টোবর শুরু হবে তিন ম্যাচ সিরিজ।
×