ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় শফিউল

প্রকাশিত: ১৮:৫৬, ২০ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকায় শফিউল

অনলাইন ডেস্ক ॥ এক সপ্তাহের ব্যবধানে আবারো দক্ষিণ আফ্রিকা গেলেন শফিউল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বিমানে চড়েছেন ডানহাতি এ পেসার। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। গত ১২ অক্টোবর টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছিলেন শফিউল। গোড়ালি মচকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ এ বাঁহাতি পেসারকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে মাশরাফিদের সঙ্গে দেশে ফিরতে পারেন মুস্তাফিজ। মাশরাফি-মুস্তাফিজ ফিরে আসলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে স্বীকৃত পেসার থাকছেন দুজন; তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। তাই মুস্তাফিজের বিকল্প হিসেবেই শফিউল গেলেন। পচেফস্ট্রুমে প্রথম টেস্টে খেলেছিলেন শফিউল। দুই ইনিংসে একটি করে উইকেট নিয়েছেন তিনি। ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টের একাদশে অবশ্য ঠাঁই হয়নি ২৮ বছর বয়সী এ পেস বোলারের। এদিকে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, কেপ টাউন থেকে দল ইস্ট লন্ডনে পৌঁছেছে। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ২২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ।
×