ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ১৮:১৬, ২০ অক্টোবর ২০১৭

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক ॥ হারানো রাজত্ব পুনরুদ্ধার করল দক্ষিণ আফ্রিকা। ভারতকে হটিয়ে আবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে প্রোটিয়ারা। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই রেটিং পয়েন্ট এখন ১২০। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারত নেমে গেছে দুইয়ে। র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর স্থানটি নিয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে বেশ কিছুদিন ধরেই। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডে জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গিয়েছিল ভারত। কিন্তু চতুর্থ ওয়ানডে হেরে শীর্ষস্থান হারিয়ে তাদের নেমে যেতে হয় দুইয়ে। তবে শেষ ওয়ানডে জিতে আবার শীর্ষস্থান ফিরে পায় তারা। এক মাসের কম সময়ে মধ্যে আবার শীর্ষস্থান হারাল ভারত। অবশ্য আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতলে আবার শীর্ষে ফিরবে বিরাট কোহলির দল। একই দিনে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শেষ ওয়ানডে ম্যাচ। সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১২১। ভারত প্রথম ওয়ানডে জিতলে তাদের পয়েন্টও হবে ১২১। তখন ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকবে ভারত। বাংলাদেশ দুই ম্যাচ হারলেও র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। তবে সাতে থাকা বাংলাদেশ ২ পয়েন্ট হারিয়েছে। ৯৪ থেকে বাংলাদেশের পয়েন্ট কমে এখন ৯২। পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন ওয়ানডে জিতে তাদের ষষ্ঠ স্থানটা আরো মজবুত করেছে। তাদের পয়েন্ট এখন ৯৯। পাকিস্তান এখন বাংলাদেশের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। অথচ সিরিজ শুরুর আগে দুই দলের মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান ছিল! আটে থাকা শ্রীলঙ্কা হারিয়েছে ২ পয়েন্ট। শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৮৪।
×