ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজেএসসির আলোচনা

বস্তুনিষ্ঠতার জন্য সাংবাদিককে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হবে

প্রকাশিত: ০৮:০৮, ২০ অক্টোবর ২০১৭

বস্তুনিষ্ঠতার জন্য সাংবাদিককে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গত ২০ বছরে সাংবাদিকতা পেশা বদলেছে। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। বস্তুনিষ্ঠতার জন্য সাংবাদিককে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সাংবাদিক কখনও অন্যায়ের সঙ্গে আপোস ও আত্মমর্যাদাবোধ বিসর্জন দিতে পারে না। সাংবাদিকতা ও সত্যনিষ্ঠতা একে অপরের পরিপূরক। সাংবাদিকের কাজই হচ্ছে সত্য প্রকাশ করা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিলের (বিজেএসসি) অভিষেক এবং ‘সাংবাকিতার শিক্ষা ও পেশা : বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান। সাবেক ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, জবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোঃ নিসতার জাহান কবির, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক বরুন ভৌমিক নয়ন, বিজেএসসির জাহাঙ্গীরনগর সংসদের উপদেষ্টা সালমা আহমেদ প্রমুখ। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকতা ও সত্যনিষ্ঠতা একে অপরের পরিপূরক। সাংবাদিকের কাজই হচ্ছে সত্য প্রকাশ করা। সাংবাদিকতায় মিথ্যাচার বা অপসাংবাদিকতার সুযোগ নেই। সাংবাদিকতা পেশায় সত্যনিষ্ঠতা আনতে হলে সাংবাদিককে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে সত্যনিষ্ঠ হতে হয়। আজকের বিশ্বের যোগাযোগ ব্যবস্থা একটি বড় সম্পদ। সে সম্পদকে কাজে লাগানোর জন্য যোগাযোগের দক্ষতা প্রয়োজন।
×