ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসিনা সরকারের প্রশংসা করলেন ক’ওয়েলথ মহাসচিব

প্রকাশিত: ০৭:৫৮, ২০ অক্টোবর ২০১৭

হাসিনা সরকারের প্রশংসা করলেন ক’ওয়েলথ মহাসচিব

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বাহামার রাজধানী নাসাউয়ে কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইনমন্ত্রীদের সম্মেলনে যোগদানের পাশাপাশি ক’ওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আইনমন্ত্রী কমনওয়েলথের সকল মূল্যবোধ ও কার্যক্রমের প্রতি বাংলদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে সহযোগিতা করায় ক’ওয়েলথ মহাসচিব বাংলদেশের যে প্রশংসা করেছেন সে জন্য তাকে ধন্যবাদ জানান। এ সময় আইনমন্ত্রী রোহিঙ্গাদের বর্তমান অবস্থা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তুলে ধরেন। বৈঠকে ক’ওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্যের বিশেষ করে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং শান্তি-শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে সফলতা অর্জন করায় প্রশংসা করেন। এছাড়া ক’ওয়েলথে সক্রিয় ভূমিকা রাখায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। এ সময় মহাসচিব ২০১৮ সালে অনুষ্ঠিতব্য ক’ওয়েলথভুক্ত দেশসমূহের সরকারপ্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান ও তাঁর মুখ্য ভূমিকা পালনের আশা ব্যক্ত করেন। এছাড়া কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের সুবিধার্থে বাংলাদেশের সফলতার কথাগুলো বেশি বেশি তুলে ধরার আহ্বান জানান মহাসচিব। ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বাহামার রাজধানী নাসাউয়ে কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইনমন্ত্রীদের সম্মেলনে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের আইনমন্ত্রী, এ্যাটর্নি জেনারেল এবং উর্ধতন কর্মকর্তাগণ অংশ নেন।
×