ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোলাম কিবরিয়া পিনু

তোমার প্রজ্বলিত আগুন

প্রকাশিত: ০৫:৫২, ২০ অক্টোবর ২০১৭

তোমার প্রজ্বলিত আগুন

আমাদের আকাশও যখন লুপ্ত হতে থাকল বাতাসের এলাকা হারিয়ে যেতে লাগল স্রোতস্বিনী থেকে জলরাজি বাষ্প হতে থাকল ভূমিচ্যুত হতে থাকলাম মূলভূমি থেকে দিন ও রাতের বিভাজন থাকল না- তখনই মানুষের ক্রন্দন ও বিক্ষোভের মধ্যে কালপযোগী যোগ্যতা ও স্বপ্ন নিয়ে তুমি শেখ মুজিব হয়ে উঠলে বঙ্গবন্ধু হয়ে উঠলে! ইতিহাসের পর্বে পর্বে মানুষই এমন মানুষ তৈরি করে। এই ভূখ-ে অন্ধকার ছিল-অন্ধকারও সে-সময়ে উথালপাথাল করছিল- উষ্ণতার শক্তি নিয়ে টগবগ হয়ে শক্তিশালী আলো হয়ে মূলভূমির সম্ভাবনা বিশাল উচ্চতায় নিয়ে গিয়েছিলে, মুক্তিযুদ্ধকে একটি বিন্দুতে চূড়ান্ত করে আলোর চূড়োয় নিয়ে প্রসারিত করেছিলে- আমরা একে অপরের হাত ধরে যূথবদ্ধ হয়েছিলাম তুমি কালগত সংকট ও সমস্যা বুঝে আমাদের আশা-আকাক্সক্ষা পূবণে তৎপর ছিলে বলেই মহান হয়ে উঠেছিলে! তোমার আশ্রয়ে দুখী মানুষেরা সাম্যের ঝরনায় নেমে পড়েছিল স্বপ্ন দেখেছিল! যে মানুষেরা তোমাকে নির্মাণ করেছে সেই মানুষেরা এখনো দুখী- তুমি বেঁচে থাকলে তা সহ্য করতে না! সে-কারণে তুমি মূর্তপ্রতীক হয়েছিলে জনগণের ত্রাণকর্তা হয়ে উঠেছিলে তুমি ছিলে আমাদের আস্থাবান! তোমার প্রজ্বলিত আগুন নিয়ে ব্যক্তি ও ক্ষুদ্রগোষ্ঠী স্বার্থে বন্দী হতে পারি না দুর্মর আকাক্সক্ষায় এখনো শস্যদানা খুঁজি শস্যভা-ার গড়ে তুলি! আমাদের লতাগুল্ম ও নদীর জল প্রশান্তির বৃষ্টি ও লাঙল আমাদের পূর্ববর্তী অপূরণীয় স্বপ্নকে পুষ্ট করুক- সেই অস্তিত্ব তোমার মৃত্যৃর পরও অস্তিত্বশীল হয়ে আছে আমাদের অস্তিত্বে- সে-কারণে তোমারও মৃত্যু নেই! আমাদের শেখ মুজিব! আমাদের বঙ্গবন্ধু!
×