ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুপার ফোরে জটিল সমীকরণ

প্রকাশিত: ০৫:১৩, ২০ অক্টোবর ২০১৭

সুপার ফোরে জটিল সমীকরণ

রুমেল খান ॥ ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং তো বটেই। ফাইনালে ওঠার লড়াইয়ে আছে চারটি দল। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রত্যেক দল পরস্পরের বিরুদ্ধে একটিসহ মোট খেলবে তিনটি করে ম্যাচ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুুই দল খেলবে ফাইনালে। ইতোমধ্যেই সব দল খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। আর বাকি আছে একটি করে ম্যাচ। কিন্তু মজাটা হলোÑ কোন দলের ফাইনালে খেলা এখনও নিশ্চিত নয়। প্রতিটি দলেরই সম্ভাবনা আছে ফাইনালে ওঠার এবং সেই সঙ্গে ফাইনালে না ওঠার। বিষয়টি বিশ্লেষণ করে বলা যাক। প্রতিটি দলের ফাইনালে ওঠার সমীকরণ হচ্ছে এ রকম। ভারতের ক্ষেত্রে শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে ন্যূনতম ড্র করলেই তারা ফাইনালে উঠবে। মালয়েশিয়ার ক্ষেত্রে শেষ ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে জিতলে তারাই ফাইনালে উঠবে। ন্যূনতম ড্র করলেও ফাইনালে উঠবে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচটি আবার ড্র হতে হবে। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে শেষ ম্যাচে তারা মালয়েশিয়ার বিরুদ্ধে জিতলেই ফাইনালে উঠবে। পাকিস্তানের ক্ষেত্রে তাদের শেষ ম্যাচে ভারতকে যত বেশি সম্ভব গোলে হারাতে হবে এবং মালয়েশিয়া-কোরিয়া ম্যাচ ড্র হওয়ার জন্য প্রার্থনা করতে হবে। সেক্ষেত্রে মালয়েশিয়ার চেয়ে গোল গড়ে এগিয়ে গেলেই ফাইনালে উঠবে পাকিস্তান। এবার দেখা যাক প্রতিটি দল গাণিতিক হিসেবে কিভাবে ফাইনালে ওঠার ক্ষেত্রে ব্যর্থ হতে পারে। ভারতের ক্ষেত্রে ভারত যদি তাদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বেশি গোলে হারে এবং মালয়েশিয়া-কোরিয়া ম্যাচ বেশি গোলে ড্র হয় সেক্ষেত্রে ভারত-পাকিস্তান-মালয়েশিয়ার পয়েন্ট সমান (৪) হয়ে যাবে। তখন গোল ব্যবধানে পিছিয়ে পড়লে ভারতের স্বপ্নভঙ্গ হতে পারে। তেমনি মালয়েশিয়া শেষ ম্যাচে হারলে বা ভারত বেশি গোলে হারলে মালয়েশিয়া গোল ব্যবধানে বাদ পড়তে পারে। কোরিয়া হারলে তাদের ফাইনালে ওঠার যাত্রা ওখানেই ইতি। পাকিস্তানের প্রসঙ্গ তো ভারতের সমীকরণের সঙ্গেই সম্পৃক্ত। সবমিলিয়ে বেশ জটিল সমীকরণ। তবে ফাইনালে কোন্ দুটি দল উঠছে সেটা জানা যাবে আগামী ২১ অক্টোবর মালয়েশিয়া-কোরিয়া এবং ভারত-পাকিস্তান ম্যাচের পর। বৃহস্পতিবার সুপার ফোরের ম্যাচে ভারত ৬-২ গোলে মালয়েশিয়াকে হারায় এবং পাকিস্তান ১-১ গোলে ড্র করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
×