ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উড়ন্ত ল্যাবরেটরি

প্রকাশিত: ০৫:০৯, ২০ অক্টোবর ২০১৭

উড়ন্ত ল্যাবরেটরি

আইসল্যান্ডের সক্রিয় আগ্নেয়গিরির উপর নজর রাখছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। আর এ জন্য তারা একটি পুরো বিমানকে ল্যাবরেটরিতে পরিণত করেছেন। তারপর সেই বিমানে করে ন্যাশনাল সেন্টার ফর এটমোসফেরিক সায়েন্সের বিজ্ঞানীদের দলটি উড়ে বেড়াচ্ছে আগ্নেয়গিরিগুলোর চারপাশ দিয়ে। তারা বলছেন, ভবিষ্যতে এসব আগ্নেয়গিরিতে কখন কখন অগ্ন্যুৎপাত হতে পারে সেটা বোঝার জন্যেই এই গবেষণা। বিমানটির ভেতরে গবেষণার জন্য যাত্রীদের আসনের বদলে সেখানে নানা রকমের যন্ত্রপাতি বসানো হয়েছে। আকাশে উড়ার সময় বিমানটি বাইরে থেকে যেসব কণা শুষে নেয় এসব যন্ত্রে সেসব পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। উড়ন্ত এই ল্যাবের জানালা দিয়ে দেখা যায় সক্রিয় আগ্নেয়গিরির মুখ। উপর থেকে এগুলোকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কারণ এর আগে ২০১০ সালে আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ফলে বিমান চলাচলের ক্ষেত্রে বড় রকমের বিপর্যযের সৃষ্টি হয়েছিল। আবারও যাতে এ রকম পরিস্থিতির সৃষ্টি হতে না পারে সেজন্যই এই গবেষণা। আইসল্যান্ডিক আবহাওয়া বিভাগের একজন বিজ্ঞানী ড, গুরুন নিনা পিটারসন বলেন, ‘আমরা বিভিন্ন উচ্চতায় উঠতে পারছি। ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কোথায় কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা মেপে দেখতে পারি।’ ‘এই গবেষণায় এসব আগ্নেয়গিরি কিভাবে আচরণ করে সে সম্পর্কে আমরা ধারণা করতে পারব। অথবা বলতে পারেন আমরা বুঝতে পারব যে এসব আগ্নেয়গিরি কিভাবে শ্বাস নিচ্ছে। ‘কাটলা আগ্নেয়গিরির মাত্র পাঁচ শ’ মিটার ওপর দিয়ে উড়ে যায় গবেষণাগারটি। ১৯১৮ সালে এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। এটি খুবই সক্রিয় আর সে কারণে বিজ্ঞানীরা এটি গবেষণা করে দেখতে ভীষণ আগ্রহী। ন্যাশনাল সেন্টার ফর এটমোসফেরিক সায়েন্সের বিজ্ঞানী প্রফেসর স্টিভেন মবস বলেন, ‘অগ্ন্যুৎপাতের সময় যখন ঘনিয়ে আসতে থাকে, আগ্নেয়গিরিটি তখন সামান্য ফুলে-ফেঁপে উঠে। এর ফলে তার ভেতর থেকে প্রচুর গ্যাস বেরিয়ে আসতে পারে। তখন এর ভবিষ্যত অগ্ন্যুৎপাতের ব্যাপারে একটা ইঙ্গিত পাওয়া সম্ভব। ‘বিজ্ঞানীরা বলছেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আমরা ঠেকাতে পারব না। ফলে ভবিষ্যতে সেখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটবে এবং এর ফলে বিমান চলাচলে কিছুটা বিশৃঙ্খলা ঘটবেই। কিন্তু কখন হবে, কত বড় আকারে হবে- এসব জানা থাকলেই আগে থেকে একটি পরিকল্পনা তৈরি করা সম্ভব। সূত্র : বিবিসি
×