ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত তরুণের মৃত্যু

রাজধানীতে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে বাইক ছিনতাই

প্রকাশিত: ০৪:৩৮, ২০ অক্টোবর ২০১৭

রাজধানীতে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে বাইক ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ পুরনো ঢাকার গেণ্ডারিয়ায় মাদকাসক্ত এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। ধানমন্ডিতে ছিনতাইকারীরা এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। শাহজালালে আমদানিনিষিদ্ধ ৩০০ কার্টন বিদেশী সিগারেটসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। এদিকে রাজারবাগে পুলিশ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। ভেজাল খাদ্যসামগ্রী রাখার অপরাধে গুলশান ও বনানী এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরনো ঢাকার গেণ্ডারিয়ায় মোঃ কামাল নামে মাদকাসক্ত এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। নিহতের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। নিহতের বাবার নাম মৃত মজিবর। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার শহিদনগর এলাকায়। তিনি গেণ্ডারিয়া দয়াগঞ্জের নামাপাড়া বস্তিতে থাকতেন তিনি। নিহতের বোন সেলিনা জানান, কামাল মাদকাসক্ত ছিল। তিনি জানান, বুধবার বিকেলে কামালের কয়েক বন্ধু বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তারা তাকে বাসায় দিয়ে যায়। এ সময় কামালের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। কামালের বন্ধুরা জানায়, সে পড়ে গিয়েছিল। পরে ওর মাথায় পানি ঢালা হলে সে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। আধাঘণ্টা পর সে বমি করতে শুরু করলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীররাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ছিনতাই ॥ রাজধানীর ধানম-িতে ছিনতাইকারীরা মিনহাজ উদ্দিন (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের সহকর্মী সামস তৌফিক এলাহী জানান, মিনহাজ উদ্দিন ধানম-ির ৮/এ এর ১৩ নম্বর রোডের ৯/১ নম্বর ভবনে নিরাপত্তাকর্মীর কাজ করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে চার মুখোশধারী তাকে কুপিয়ে ওই ভবনে সুজোকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে জিল্লুর রহমান নামে অন্য এক নিরাপত্তা কর্মী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। মিনহাজ উদ্দিন আরএসএস সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, তার মাথায়, ডান হাতে ও মুখে জখমের চিহ্ন রয়েছে। তাকে ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অবৈধ সিগারেটসহ দুই যাত্রী আটক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানিনিষিদ্ধ ৩০০ কার্টন বিদেশী সিগারেটসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রীরা হচ্ছেন মাসুদ রানা (পাসপোর্ট নং বিএম০০০৯৭০১) ও প্রীতি আক্তার (পাসপোর্ট নং এজি৪৩৫২০৬০)। তারা উভয়ে রাজধানীর ভাটারায় থাকেন। অগ্নিকা- ॥ রাজধানীর রাজারবাগে পুলিশ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হাসপাতালের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, হাসপাতালের স্টোর রুম থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। পরে দমকল কর্মীরা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন, জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের স্টেশন অফিসার মাহবুব রিভেন। চার প্রতিষ্ঠানকে জরিমানা ॥ রাজধানীর গুলশান ও বনানী এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও মাহফুজুল আলম এ অভিযান পরিচালনা করেন। এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, দুপুরে গুলশান ও বনানী এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবার দোকানে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করায় বডি নাইন হাউজকে ১ লাখ ৫০ হাজার টাকা, স্টিকস এন সুসিকে ৫০ হাজার টাকা, চা টাইমকে ৫০ হাজার টাকা ও বাটলার চকলেট ক্যাফেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
×